মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিটোর এ এক বর্ণাঢ্য অনুষ্ঠান কর্মসূচী

আজ ২৬শে মার্চ/২০২২খ্রীঃ মহান স্বাধীনতা দিবস।এ উপলক্ষ্যে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এ এক বর্ণাঢ্য অনুষ্ঠান কর্মসূচী গ্রহন করা হয়।
বিশ্বের অন্যতম বৃহৎ ১০০০শয্যা বিশিষ্ট অর্থোপেডিক হাসপাতালের মনোজ্ঞ এ কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন এই প্রতিষ্ঠানের পরিচালক, অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল গনি মোল্লাহ্ ।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের অংশগ্রহনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং হাসপাতাল চত্বরে স্বাধীনতা দিবসের র্যালী অনুষ্ঠিত হয়। ইহা ছাড়া কর্মকর্তা –কর্মচারীদের অংশগ্রহনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং সরকারী নির্দেশনা অনুযায়ী ভর্তিকৃত রোগীদের বিশেষ খাবার প্রদান করা হয়।
পরবর্তীতে হাসপাতালের ৩য় তলায় সম্মেলন কক্ষ -১এ দিনের অন্যান্য কর্মসূচী শুরু হয়ঃ
১। পবিত্র কোরআন ও অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ।
২। সমবেত সুরে জাতীয় সংগীত পরিবেশন।
৩। জাতীর জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের অডিও ভিজ্যুয়াল উপস্থাপন।
৪। মহান সাধীনতা দিবসের এই আনন্দঘন মূহুর্তে হাসপাতালের ৩য় তলায় সম্মেলন কক্ষ -১ এ মাননীয় পরিচালক কর্তৃক ডিজিটাল পোর্ডিয়াম এর উদ্ভোধন করা হয়। উল্লেখ্য পরিচালক মহোদয়ের ব্যাক্তিগত উদ্যোগে সংগৃহীত এই পোর্ডিয়াম সংযোজিত হওয়ায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা এবং বৈজ্ঞানিক কার্য্যক্রমে এক নতুন ধারা সূচীত হল।
৫। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং সূবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন বিষয়ে বিশেষ আলোচনা।
৬। হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
৭। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা।
এর পূর্বে গতকাল ২৫শে মার্চ এর ভয়াল কাল রাত্রি স্মরণে হাসপাতারলর প্রশাসনিক ভবন, বহির্বিভাগ চত্বর ও বাগানে ৯.০০ ঘটিকা হইতে ৯.০১পর্যন্ত সকল আলো বন্ধ রাখা হয়।